মুক্তমনা লেখকদের হত্যার মিছিল চলছে অপ্রতিরোধ্য গতিতে । সরকার বিভ্রান্ত-যাদের হত্যা করা হচ্ছে, তারা নাস্তিক না আস্তিক। জঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকারের উপর নাস্তিকতার ছাপ পড়ে কিনা-তাদের ভোট ব্যাংকে টান পড়ে কিনা। একাত্তুরে আমরাতো একটি সেক্যুলার বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম। কিন্ত আজ আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম, শুরুতে বিশমিল্লাহ-সাথে আবার ধর্মনিরপেক্ষতা ! কি গোঁজামিল ! একাত্তুরের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আজ বাকরুদ্ধ, ক্ষুদ্ধ, যারপরনাই শোকাহত। যারা আজ খুন হলেন, তাদের সবাইকে লেখালেখির সূত্রে আমি চিনি। তাদের প্রকাশিত বইয়ের আমি একজন পাঠক। আমি ভাবতে পারি না-সভ্যতার এ যুগে লেখার জন্য-লেখা প্রকাশের জন্য, কাউকে খুন করা হবে-খুন করে কেউ পার পেয়ে যাবে। কোথায় যাচ্ছে আমাদের একাত্তুরের যুদ্ধ-বিজয়ী বাংলাদেশ। এ তো আমার স্বপ্নের দেশ নয়। এ বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নি। মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাসী প্রিয় জনগণ, আমরা কি এখনো সবকিছু মেনে নেওয়ার নিষ্পৃহতায় ভুগতে থাকব? কিছু প্রাপ্তির আশায় মোসাহেবী-তোষামোদী করব? আমরা কি রুখে দাঁড়াব না? আমাদের প্রিয় মাতৃভূমিকে কতিপয় ধর্মান্ধ-মুর্খ-মৌলবাদী-অন্ধকারের জীব জঙ্গীদের হাতে ছেড়ে দিয়ে মুখে কুলূপ এঁটে নিরাপদে ঘরে বসে থাকব?