ব্লগ লিখব কিভাবে?
সূচিপত্র তৈরি
যদি পোস্টের মধ্যে শিরোনামগুলো হেডিং ট্যাগের ভিতরে লিখেন তাহলে সূচিপত্র স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয়ে যাবে। হেডিং গুলো হায়ারার্কি মেনে তৈরি করতে হবে। হায়ারার্কিতে সবার উপরে যে অনুচ্ছেদগুলো সেগুলোর শিরোনাম লিখতে হবে এভাবে:
<h1>প্রথম ধাপের অনুচ্ছেদের শিরোনাম</h1>
আর দ্বিতীয় ধাপেরগুলো:
<h2>দ্বিতীয় ধাপের অনুচ্ছেদের শিরোনাম</h2>
ইউটিউব ভিডিও এমবেড
পোস্টের মধ্যে ইউটিউব ভিডিও যোগ করতে চাইলে কেবল ভিডিওটার লিংক (url) পোস্টের ভিতরে যেখানে যোগ করতে চান সেখানে পেস্ট করে দিলেই হবে। লিংক থেকে এমনিতেই ভিডিওটি এমবেড হয়ে যাবে।
তবে মন্তব্যের ক্ষেত্রে উপরের পদ্ধতি কাজ করবে না। এক্ষেত্রে আপনাকে ইউটিউবের এমবেড লিংকটা (embed url) কপি করে সেটা মন্তব্যে পেস্ট করতে হবে। এমবেড লিংকটি iframe ট্যাগ দিয়ে শুরু ও শেষ হয়। ইউটিউবে ভিডিউটির নিচে Share অপশনটি নির্বাচন করলে নিচে Share, Embed ও Email নামে তিনটি অপশন আসে; এর মধ্যে Embed নির্বাচন করলেই এমবেড লিংকটি পেয়ে যাবেন। নিচের ছবিতে এটা দেখানো হয়েছে:
গাণিতিক সমীকরণ
\oint_{\partial \Sigma} \mathbf{B} \cdot \mathrm{d}\boldsymbol{\ell} = \mu_0 \iint_{\Sigma} \mathbf{J} \cdot \mathrm{d}\mathbf{S} + \mu_0 \varepsilon_0 \frac{d}{dt} \iint_{\Sigma} \mathbf{E} \cdot \mathrm{d}\mathbf{S}
উপরের কোডটির সামনে দুটি ডলার চিহ্ন আর শেষে দুটি ডলার চিহ্ন বসিয়ে দিলে তা নিচের মতো দেখাবে:
$$ \oint_{\partial \Sigma} \mathbf{B} \cdot \mathrm{d}\boldsymbol{\ell} = \mu_0 \iint_{\Sigma} \mathbf{J} \cdot \mathrm{d}\mathbf{S} + \mu_0 \varepsilon_0 \frac{d}{dt} \iint_{\Sigma} \mathbf{E} \cdot \mathrm{d}\mathbf{S} $$
একবার কমেন্ট করে ফেললে পরবর্তীতে তা এডিট করা যায় না কেন?
আমি অনেকদিন ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। আপনাদের ব্লগের লেখাগুলু আমার খুব ভালো লাগে।এখানে নিয়মিত লেখার নিয়ম কি?
আমি এই ব্লগে লিখতে চাই। লিখার নিয়মটা একটু জানান প্লিজ।
যারা মুক্তমনায় নতুন লিখতে চান তাদের জন্য – ফেইসবুকে মুক্তমনা নামে একটা গ্রুপ করতে পারেন এবং সেখানে বিভিন্ন লেখক গ্রুপের নিয়ম মেনে লেখা প্রকাশ করতে থাকলো – তারপর আপনারা আপনাদের পছন্দমতো লেখা ব্লগে প্রকাশ করলেন । এছাড়া ব্লগে প্রকাশিত লেখাগুলোর লিঙ্ক পেইজের মতো ব্লগেও প্রকাশ করতে পারবেন । ব্যাপারটা কেমন হয় ? আমি মুক্তমনায় লিখতে চাই । একটা লেখা ইমেইল করেছিলাম । আরো কিছু লেখা ইমেইল করবো সময় করে । না প্রকাশ করলে সমস্যা নাই কিন্তু অন্তত একটা ফিরতি মেইলে জানানো উচিত প্রকাশ করতে পারবেন কি , না ! ধন্যবাদ ও ভালোবাসা ।
লিখতে ইচ্ছে করে খুব, এই ব্লগ বাঙালি এবং বাংলার সম্পদ।
আমি এই ব্লগে লিখতে চাই।কিভাবে লিখব?
লেখা কি ওয়ার্ড ডকুমেন্ট এ লিখে এটাচড করে সেন্ড করা যাবে?
যাবে।
লেখা আপাতত [email protected] ই-মেইলে পাঠালে আর বিবেচিত হলেই তা পোষ্ট করা হবে। মুক্তমনা ব্লগের নীতিমালা মেনে লেখা, মন্তব্য ও আলোচনায় অংশ নিতে থাকলে মুক্তমনা ব্লগ নিজ থেকেই সদস্য হবার জন্য আমন্ত্রণ জানায়।
@গ্রাহক, পাঠক কিংবা অতিথি লেখকেরা লেখা প্রকাশের জন্য ইমেইলে লেখা মুক্তমনায় পাঠাতে পারেন। (জানিয়ে রাখি, আমি এডমিন নই, মুক্তমনার পুরনো সদস্য মাত্র)।
লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
ই বুক তৈরি করবো কীভাবে?
কিভাবে মেম্বার হতে হয়
১.৫ বছরেরও বেশী সময় ধরে সামহোয়্যার ইন ব্লগে লিখে আসছিলাম। হঠাত করে ব্লগ টি অফ হয়ে যায় আমি এখন মুক্তমনায় কীভাবে লিখব। সিনিয়র দের সাহায্য কামনা করছি।
মেম্বার হতে গেলে কি করতে হয়
মেম্বার হতে চাই
আমি আপনাদের একজন Member হতে চাই
আমি আপনাদের একজন মেম্বার হতে চাই
লেখার কোন অংশ বোল্ড করতে হলে কি টেক্সট এভাবে লিখলে সেই অংশ বোল্ড হবে?
মেম্বার হতে গেলে কি করতে হয়