বাঁকুড়ার হোটেলে আবার ভবিষ্যত বলা জ্যোতিষির প্রতারণা

পন্ডিত সীতারামজি মহারাজ গত ১৩ মে ২০১০ থেকে বাঁকুড়া শহরের দেবর্ষি হোটেলের ১০৪ নম্বর রুমে বসছিলেন। তিনি একটি লিফলেট প্রচারিত করেন যাতে তিনি দাবি করেন যে, শুধুমাত্র চেহারা এবং হাতের রেখা দেখে ভূত-ভবিষ্যত বলতে পারেন। মাথা ভর্তি কাঁচা-পাকা চুল, লম্বা দাড়ি, গেরুয়া বসন পরিহিত তান্ত্রিক চেহারার জ্যোতিষি সীতারাম যুক্তিবাদী সমিতির প্রশ্ন বানে ভেঙে পড়ে এবং সঠিক যুক্তিপূর্ন কোনো জবাবই সে পরিস্কার ভাবে দিতে পারেনি। তরুন, চন্দ্র, সুধীর, প্রশান্ত মন্ডল সহ আমরা সবাই বাঁকুড়া সদর থানায় প্রতারনার অভিযোগ জানাতে যাই।

ডাইনি অপবাদে মুখে অ্যাসিড দিল জানগুরু

জলপড়ার নাম করে সে বৃ্দ্ধা কিরনবালার মুখে ঢেলে দেয় তীব্র অ্যাসিড। অ্যাসিডে মুখ, গলা, বুক, পিঠ, হাত ভয়ঙ্কর ভাবে পুড়ে যায়। আশঙ্কাজনক ভাবে বৃদ্ধাকে রাইপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।

Go to Top