বৈজ্ঞানিক জার্নালে অপবিজ্ঞান – প্রতিবাদে সামিল হোন আপনিও!

বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এবং পিএইচডি করার দিনগুলোতে একাডেমিক পেপার লিখতে হত জার্নালের জন্য। যারা ভাল জার্নালে পেপার প্রকাশ করেছেন তারাই জানেন কাজটা মোটেই সহজ কিছু নয়। প্রথমে আপনি গবেষণা করছেন যে বিষয়ে সে বিষয়ে আপনার মৌলিক কিংবা গুরুত্বপূর্ণ কিছু অবদান থাকতে হবে। হাবি জাবি গালগপ্প লিখলে চলবে না। ধরুন, আপনি বছর খানেক ধরে সেমিকন্ডাকটার নিয়ে রিসার্চ [...]