হয়রানের স্বপ্ন বিভ্রাট  (রম্য রচনা)

হয়রানের স্বপ্ন বিভ্রাট   (একটি রম্য কাহিনী)   চক্রবাক     আমাদের এক বন্ধু মোঃ হয়রানের গল্প বলি।   চৌকস, মেধাবী এবং বুদ্ধিদীপ্ত তরুণ হিসেবে তার সুনাম ছিল। সে পিএইচডি ও করেছে। মোল্লারা ছিল বরাবর তার চক্ষুশূল। হয়রান প্রায়ই বলত, মোল্লারা হচ্ছে মুসলমান সমাজের কীট। শিক্ষিত মুসলমানদের উচিৎ কচি ছেলেমেয়েদের মোল্লাদের কাছে না পাঠানো। অচেনাকে [...]