স্বপ্নভঙ্গের ইতিকথা

দুই বঙ্গোপসাগরের ঊর্মিল তটরেখা পরিবেষ্ঠিত সবুজ-শ্যামল বেলাভূমি-পতেঙ্গা। কর্ণফুলী নদী যেখানে সাগর বক্ষে মিশেছে, সেখানে এ বেলাভূমির উৎপত্তি। কোন কোন ঐতিহাসিকদের মতে পতেঙ্গা আরবী ফতেহ-গাঁ শব্দের বিবর্তিত রূপ। ফতেহ অর্থ বিজয়, গাঁ হল গ্রাম; ফতেহ-গাঁ হল-বিজিত গ্রাম। ইতিহাসবিদদের মতে, খৃষ্টীয় অষ্টম শতক থেকে দশম শতকের মধ্যবর্তী কালে এ বেলাভূমিতে তৎকালীন আরাকানী শাসকের সাথে আরব বণিকদের যুদ্ধ [...]