আমাদের শিশুরা কী পড়ছে?

১। প্রশ্নটি প্রথম তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন। গুমট গরমের পর বিকেলে এক ঝলক স্বস্তির বৃষ্টির সময় কাবেরী আপা মনে করিয়ে দেন শৈশবের সেই মায়াময় শিশুপাঠ: বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান। এক কন্যা রাঁধে-বাড়ে আরেক কন্যা খায় আরেক কন্যা গাল ফুলিয়ে বাপের বাড়ি যায়। এই [...]