মুক্ত ডায়েরি।…(অ)

[ প্রাক কথনঃ মুক্তগদ্যের ধারণাটা বাংলা ভাষায় খুব একটা সমাদৃত নয়। কিন্তু জীবন থেকে উঠে আসা সঞ্চিত ভান্ডারকে পদ্যের আঙ্গিকে গদ্যপ্রথায় সাজিয়ে তোলা কিংবা খন্ডচিত্রে ভাষা নির্মাণ একটা প্যাশন মনে হয় আমার কাছে। সেই প্রয়াস থেকেই এই লেখার শুরু... ] একটা কিছু কি লিখতে হবে! লিখতে হবে এটা বোঝানোর জন্য যে স্বপ্নগুলি আঁতলামির বেনোজলে ভাসছে। [...]