মুজিব ও তিরিশ লাখ শহীদঃ ভুল না আনুষঙ্গিক?

দেশের অর্ধেক মানুষ মনে করে একাত্তরে তিরিশ লক্ষ শহীদ অতিরঞ্জন। কোন ভাবেই এত কম সময়ে এত বেশী মানুষ মেরে ফেলা সম্ভব না। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা বড়জোর তিন লাখ, এমনকি কমও হতে পারে। আর মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা তিরিশ লক্ষ এই আষাঢ়ে গল্পের প্রবক্তা শেখ মুজিব। আর সেই আষাঢ়ে গল্পটা প্রথম মঞ্চস্থ হয় বাহাত্তরের আটই জানুয়ারি, মুজিব [...]