মানুষের ভালোবাসা পৃথিবীর নয়

ঝরাপাতা শোক জলরঙে নিঙড়ে; চেয়ে দেখি ছবিগুলো সাদাকালো। কষ্ট হলেও ভালো লাগে আমার, দেখি সেই মুখ নিঃশব্দ হাহাকারে। কত তেলরঙ, ঝলমল ফ্রেমে, তুমি, মনে হোল, স্মৃতিটুকু থাক, জলরঙে, কষ্টধারার মেঘে; গড়ানো উষ্ণতায়। ভাবনাটা আমারই, বস্তুত তুমি নেই। আছো, ভেবে খুঁজেছি জনান্তিকে, উজ্জ্বল তেলরঙা ভালবাসা দেখে; দুমড়ে মুচড়ে বারেবার ভেবে মরি, নিভে যাই, কষ্টধারার অহংকারে। চুপিচুপি [...]