মূর্ত্তি দেখলেই মূর্চ্ছা

মূর্ত্তি-এর মানে কী? ঠাকুর-এর মানে কী? প্রতিমা-এর মানে কী? ভাস্কর্য্য-এর মানে কী? একই অঙ্গে এত রূপ দিতে গেলেন কেন আমাদের পূর্ব্বপুরুষগণ? তাদেরতো মনে রাখা উচিত ছিল, এমন একদিন আসবে, যেদিন তাদের একাংশ ধর্ম্মান্তরিত হয়ে গিয়ে, সব অর্থ গুলিয়ে ফেলবে । শিল্প নয় , সবকিছুতে খুঁজে বেড়াবে পাপ । “ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই [...]