অভিজিৎ রায়ের “বিশ্বাসের ভাইরাস” নিয়ে একটি অপ্রাসঙ্গিক – অবৈজ্ঞানিক সমালোচনার পাঠ প্রতিক্রিয়া।

এই লেখাটি ইস্টিশন ব্লগে প্রকাশিত ব্লগার পারভেজ আলমের একটি লেখার পাঠ প্রতিক্রিয়া। আমি প্রথমে পারভেজ আলমের লেখাটি পড়েছি ইশটিশন ব্লগে এবং তারপরে অভিজিৎ রায় এর ইংরেজি লেখাটি পড়েছি মুক্তমনায়। দুটি লেখা পড়ে আমার মনে হয়েছে, পারভেজ আলম যদি “ভাইরাস” সম্পর্কে খুব সাদামাটা একটি মৌলিক বৈজ্ঞানিক নিবন্ধ পাঠ করতেন, তাহলে অভিজিৎ রায়কে এতো পরিশ্রম করে “সালাফি [...]