এবারের বর্ষায় সমুদ্রোত্থি্ত জলীয় বাষ্পগুলো দক্ষিণ ভারতের কোনদিকে ধাবিত হয়েছে?

আজ (১০-১৫-২০১০) ঢাকার এক খবরের কাগজে পড়লাম যে বাংলাদেশে নাকি এ’বার গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। সরকারী পরিসংখ্যান মতে বাংলাদেশে এ’বছর ১৬% কম বৃষ্টি হয়েছে গত বছরের চাইতে। জলবায়ু বিশারদ ডঃ আইনুন নিশাতের মতে এটা নাকি স্বাভাবিক পরিমাণের চাইতে কম এবং এর জন্য দায়ী হচ্ছে গ্লোবাল জলবায়ূ পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ। আবহাওয়া [...]