আধুনিক ক্ষুদ্রঋণ কি একটি পুঁজিবাদি ব্যবস্থা? — একটি মূল্যায়ন

পশ্চিমা উন্নয়ন মডেল সেই অর্থে "বিদেশি মডেল" বিধায় ক্ষুদ্রঋনকে ছেটে ফেলার আকাঙ্খা আমাদের আত্মাভিমানকে সহজে নাড়া দেয়। আর পশ্চিমা বিশ্ব দারিদ্র বিমোচনের কার্যকরি মাধ্যম হিসাবে ক্ষুদ্রঋনকে বেশ উচু স্থানে তুলে ধরেছে। ফলে "বিদেশি মডেল" সন্দেহটি আরো দানা বেঁধেছে। তবে সহজ কান্ডজ্ঞান বলবে, পশ্চিমারা সমর্থন করলকি করলনা সেটা কোন ধারনা বা ব্যবস্থার গ্রহনযোগ্যতার মাপকাঠি হিসাবে দুর্বল এবং অপর্যাপ্ত। ফলে ধারনা হিসাবে ক্ষুদ্রঋনের ভিত্তি কোথায় সেটার মূল্যায়ন দরকার পড়ে। সে উদ্দেশ্যেই এই লেখা।