ক্যাঙ্গারুর জন্মবৃত্তান্ত

শুরু করছি একটা পুরাতন কৌতুক দিয়ে। শহরে ইংরেজী শিক্ষায় শিক্ষিত ছেলে গ্রামে চাষা বাবার কাছে বেড়াতে এসেছে। সেই অজ পাড়াগাঁয়ে কেউ ইংরেজীর একবর্ণও বোঝে না। তো বাবার খুব শখ, তার ছেলে গ্রামে দু'চারজনকে ইংরেজী শুনিয়ে দিয়ে বংশের নাম উজ্জ্বল করুক। পথে এক প্রতিবেশী কৃষকের সঙ্গে দেখা, যে কিনা তার পটলের ক্ষেতে নিড়ানি দিচ্ছিল। বাবা-ছেলে সে [...]