সোলোন: গণতন্ত্রের জনক এবং ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আইন প্রণেতা

সোলোনের জন্ম খৃষ্টপূর্ব ৬২০ সালের কাছাকাছি কোন এক সময়ে আর মৃত্যু খৃষ্টপূর্ব ৫৬০ সালে। সেই সময়টাতে গ্রীকদের বুদ্ধিবৃত্তিক চমৎকারিত্বের শুরু হয়ে গেছে। আর সে কারণেই হয়ত তিনি ঐতিহ্যকে চ্যালেঞ্জ করতে পিছপা ছিলেন না এবং আবেগের চেয়ে যুক্তিকে বেশী গুরুত্ব দিতেন। তার নীতি ছিল Meden Agan বা "কোনকিছুরই অতিরিক্ত নয়"। সোলোন সম্ভবত: সর্বকালের শ্রেষ্ঠ আইন প্রণেতা [...]