অস্ট্রালোপিথেকাস সেডিবা: হোমো গণের নতুন আত্মীয়

বিবর্তনীয় জীববিজ্ঞানের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে নামী জার্নাল সায়েন্সের ৯ই সেপ্টেম্বর ২০১১ সংখ্যাটির প্রচ্ছদ জুড়ে ছিল একটি হাতের ছবি। সে কোন মানুষের হাত নয়, মানুষের সম্ভাব্য পূর্বপুরুষের। আদিম নরবানর থেকে আধুনিক মানুষের বিবর্তনের পথে অনেক অন্তর্বর্তীকালীন প্রজাতির উদ্ভব ঘটেছিল যাদের অধিকাংশই ডারউইনের তত্ত্ব মেনে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষদের সেই বিলুপ্ত আত্মীয়দের জীবাশ্ম উদ্ধারের মাধ্যমেই আমরা [...]