ভিন্ন স্বাদের বিজয়, এবং নতুন সাজে মুক্তমনা
সুমনের একটা গানের লাইন আছে – ‘কয়েকটা দিন ভীষণ রঙিন’। খুব প্রিয় একটি গানের লাইন। আজ বিজয় দিবসের দিনে এই লাইনটি বারে বারেই মনের আঙিনায় উঠে আসছে। এ যেন এক অন্যরকম বিজয়। ‘যুদ্ধাপরাধীদের বিচার’ – যে আপাত অসম্ভব ঘটনাকে চিরসত্য ভেবে নিয়ে দেশে বড় হয়েছিলাম আশি এবং নব্বইয়ের দশকে, যে সময়গুলোতে ‘জয় বাংলা’কে দেখা হত [...]