মুক্তমনা পডকাস্টের এ পর্বে জ্যোতিঃপদার্থবিদ ড. দীপেন ভট্টাচার্য আলোচনা করছেন নতুন আবিষ্কৃত সাতটি বহিঃগ্রহ নিয়ে।
[173 বার পঠিত]
মুক্তমনা পডকাস্টের এ পর্বে জ্যোতিঃপদার্থবিদ ড. দীপেন ভট্টাচার্য আলোচনা করছেন নতুন আবিষ্কৃত সাতটি বহিঃগ্রহ নিয়ে।
[173 বার পঠিত]
মন্তব্য করুন
4 Comments on "সৌরজগতের বাইরের গ্রহ || দীপেন ভট্টাচার্য"
নক্ষত্র থেকে দূরতম গ্রহ বরফ হয়ে যায় তাহলে কি স্পেস বা শুন্য স্থান এর তাপমান মায়নাস ?
খুব ভালো লেগেছে, দীপেনদা। আপনার কণ্ঠও যে এতো সুন্দর এ পডকাস্ট না শুনলে বুঝতে পারতাম না। আরো চাই। একই সাথে লিখিত আকারে হলে আরো ভালো হয় আমার মতে। তাহলে আলোচনা ও কোনো প্রশ্ন করতে সুবিধা হয়।
মহাকাশের মত এতো জটিল আর ভারী ব্যপারটা কি দক্ষতায় আর অপূর্ব স্বাচ্ছন্দ্যে বুঝিয়ে বললেন দীপেন’দা। দারুন। বরাবরের মত খুব আনন্দ নিয়েই বলছি আপনার লেখা এবং বলা দুটো’ই অসামান্য। শুরু থেকে শেষ পর্যন্ত্য একটানা ২৬ মিনিট; মনেই হয়নি যে কথাগুলো বুঝতে অসুবিধে হচ্ছে।
বামন সূর্য্য; পৃথিবীর মত গ্রহ আর পৃথিবীর সূর্য্য, পৃথিবীর গ্রহ যে অন্যরকম, সেই সাথে দেড় দিনের বছর এমন শুরু’ই শান্ত হয়ে বসে পড়বার জন্য যথেষ্ট। বাকিটুকু সবটাই বোনাস। আগামী পডকাষ্টের অপেক্ষায় থাকলাম।