‘নাই কাজ তো খই ভাজ’
লিখেছেন: জীবন প্রান্তিক পাঠকদের মুশকিল হলো তারা ইচ্ছে করলেই বই কিনতে পারেন দেদারসে কিন্তু পাঠকালে তাদের অনেক চিন্তা-ভাবনা করতে হয়। করতে হয় অনেকটা বাধ্য হয়েই। এইতো গত সপ্তাহে পন্ডিত রাহুল সাংকৃত্যায়ন মহোদয়ের “বৈজ্ঞানিক বস্তুবাদ” পাঠে গিয়ে বুঝতে পারলাম একজন পাঠক হিসেবে আমি কতটা পেছনের। খামটি মেরে তিনদিন চেষ্টা করেও রণে ভঙ্গ দিতে বাধ্য হলাম। অবশ্য [...]