দাসত্বের সংক্ষিপ্ত ইতিহাস: স্বাধীনতার সীমানা
প্রথম পর্ব: দাসত্বের সংক্ষিপ্ত ইতিহাস: প্রথম পর্ব আমরা আত্মবঞ্চনার মোহে নিজেদের ভুলিয়ে চিরাচরিত সত্য হিসেবে ধরে নিয়েছি যে, সব মানুষই সমানভাবে, সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, শিখেছি কিছু সত্যের মত মিথ্যা বুলি। তবে এটা অস্বীকার করা যায় না যে প্রকৃতি প্রতিটি মানুষকে অন্তর্নিহিত ও শারীরিক গুণাবলীর সমন্বয়ে সমানভাবে সৃষ্টি করেছে এবং সেই গুণাগুণের অধিকার কেউ [...]