কতই রঙ্গ দেখি দুনিয়ায়
লিখেছেন: অসীম নন্দন [ কয়েকটি রম্য রচনা। ঘটনা, সংলাপ এবং চরিত্র পুরাপুরিই লেখকের মনোজগতের কল্পনা ] আগে মরিয়া বাঁচিয়া গিয়াছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বেহেশতের পান খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন। বেহেশতের পান খেয়ে তেমন কাব্য ভাবসাব পোয়েটিক ফিলিংস তাঁর আসে না! যখনই এইরকম বিরক্তি আসে তখনই তিনি খোঁজ-খবর করেন, ২/৪ দিনে বাংলাদেশ [...]