‘তুই রাজাকার’ বলা একটা টিয়া পাখিও নেই
ছবি: ইন্টারনেট বিজয়ের এই মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়েছে, মুখ ভেঙে দিয়েছে, হাত ভেঙে ফেলেছে। ওদিকে, মোল্লাদের আখড়া গড়া হয়েছে, মুখ উজ্জ্বল হয়েছে, হাত লম্বা হয়েছে। বিজয়ের মাসে আজ কারা বিজয়োল্লাস করছে আমার প্রিয় জন্মভূমিতে? প্রিয় বাংলাদেশ স্বাধীন হবার পর পর বেশ ক বছর চারটা মোল্লাও একসাথে হয়ে হাঁটতো না, ভয় পেত, রাজাকার [...]