কুমড়োর ফুল
ডাবলু ক্লাস সেভেনে পড়ে। বয়সের তুলনায় হঠাৎ বেড়ে উঠেছে বেশী। প্রয়োজনের চেয়ে বেশী লম্বা আর মোটা হবার কারণে তাকে তার প্রেস্টিজ নিয়ে বেশ বেকায়দায় থাকতে হয়। শুধু এই দুঃখে পড়ে সে ক্লাসে সবার পেছনে বসে। শ্রেণীকক্ষে শিক্ষক আসলে মাথাটাকে নিচু করে নিজেকে আড়াল করে। ত্রিশজন ছাত্রের ক্লাসের ভিতর থেকে স্যরের তীক্ষ্ণ দৃষ্টি তাকে ঠিকই খুঁজে [...]