বিতর্ক-ভাস্কর্য জায়েজ, মূর্তি-নাজায়েজ ও আলেম মাশায়েকদের ফতোয়া
প্রথমে বলে নিই,এ বিতর্ক যেন-পাত্র কি তৈলাধার না তৈলাধার কি পাত্র-এ জাতীয় অর্থহীন বিতর্ক। ভাস্কর্য বা sculpture কি বা কাকে বলা হয়? কাঠ বা পাথর খুঁদিয়ে কোন জীব- জন্তু কিংবা মানুষের কিংবা কোন বস্তুর অবিকল, প্রতিকৃতি তৈরী করলে তা ভাস্কর্য। যারা এটা তৈরী করে, তাদের বলা হয় ভাস্কর। এটা একটা দারুণ কষ্টসাধ্য শিল্পও বটে । [...]