অভিজিৎ রায়
লিখেছেন: শেখ মাসুকুর রহমান শিহাব এদেশে অভিজিতের জায়গা হয় না, স্মরণীয় তালিকা থেকে ঝরে পরে, প্রতিজন অভিজিৎ শঙ্কা নিয়ে বাঁচে শুধু মানুষ কাঁদবে বলে। বাইবেলের প্রতি তীব্র সন্দেহ থেকে মস্তিষ্কের জন্ম পুরানের সাথে বিরোধ করে সভ্যতার উন্মোচন কোরআন নামক মহাগ্রন্থের প্রতি অনুশাসনে অসঙ্গতির ঝর্ণায় বাধ দিয়ে প্রগতির লড়াই, প্রতিটির সংমিশ্রণের অভিজিৎ এদেশে রক্তাক্ত লুটিয়ে পড়ে [...]