আশানিরাশার ভেলায় জন্মদিনের আলো
তিনি বৃদ্ধ হলেন। তিনি বৃদ্ধ হলেন না। প্রথমজন পিতা। দ্বিতীয়জন পুত্র। প্রথমজনের মৃত্যু স্বাভাবিক, বহুবর্ষ পেরিয়ে। দ্বিতীয়জনের আকস্মিক, তারুণ্যে। প্রথমজন শোককাতর হয়েও দৃঢ়চিত্ত। দ্বিতীয়জন দৃঢ়চরিত্র অথচ দূরগামী। প্রথমজন লড়াকু, সশস্ত্র সংগ্রামী দেশের স্বাধীনতা যুদ্ধে। দ্বিতীয়জন লেখক ও সংগঠক, কিবোর্ড ও কলমে নিয়ত যোদ্ধা, আমৃত্যু। দুজনের মধ্যেই মিল একটাই, জীবনের শেষদিন অবধি তাঁরা কেউই আদর্শের লড়াই [...]