প্রয়াত প্রবীণ কমিউনিস্ট নেতা আজিজ মেহের (৮৬)। “স্মৃতি শুধু স্মৃতি নয়“ নামক আত্মজীবনীমূলক গ্রন্থে তিনি বর্ণনা করেছেন কমিউনিস্ট আন্দোলনের দীর্ঘ পথপরিক্রমা। এ দিক থেকে তার এই বইটি গুরুত্বপূর্ণ। ২০০৪ সালে তার এই বইটি প্রকাশ করে “শোভা প্রকাশ“। এটি বাজারে নেই অনেক বছর।

জীবদ্দশায় আজিজ মেহের প্রথম যৌবনেই জড়িয়ে পড়েন কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে। অনেক কৃষক সংগ্রাম করেছেন, মওলানা ভাসানীর সঙ্গে সন্তোষের সমাবেশ, কাগমারি সম্মেলন সংগঠিত করেছেন, জেল খেটেছেন বহু বছর। সাতের দশকে তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (মতিন-আলাউদ্দীন) গ্রুপ করার সময় জড়িয়ে পড়েন নকশাল বাড়ি আন্দোলন, তথা চীনাপন্থী রাজনীতিতে। রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র ও সাংবাদিকতাতেও আত্মপ্রকাশ করেছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি মুক্তমনা ব্লগার ও সাংবাদিক বিপ্লব রহমানের বাবা। তাকে নিয়ে মুক্তমনায় লেখা একটি নোট “আমার বাবা আজিজ মেহের“।

আগ্রহী পাঠক “স্মৃতি শুধু স্মৃতি নয়“ বইটি ই-বুক আকারে পাঠে উপকৃত হবেন, এই প্রত্যাশা। বস্তুত, চলে যাওয়া মানেই প্রস্থান নয়।