(শ্রীলংকার বোমা হামলায় নিহত জায়ানের প্রতি ভালবাসা)

 

 

 

ভুবনজয়ী  হাসির  মাঝে   একটুখানি  ক্রোধ  ছিলনা

হিংসা নিন্দা দ্বেষ ছিলনা

প্রস্ফুটিত  ফুলের  ভেতর  ধর্মাধর্মের  বোধ ছিলনা

ভেদাভেদের লেশ ছিলনা

তবু ফাটে  তার মাথাতেই বুলেট- বোমা   ধর্মরোগের

যারা খোঁজে ব্ল্যাকে টিকিট  পরকালে বেশ্যাভোগের।

 

এই শিশুটির লাশ দেখে যার চক্ষু হতে ক্রোধ ঝরেনা

ফোঁটায় ফোঁটায় অশ্রু ঝরে

এই  শিশুটির  মৃত্যু-খবর যার  হৃদয়কে  টাচ  করেনা

হাস্যরস আর ব্যঙ্গ করে

এরা সবাই এক খামারের  ঘাতক  তাদের বাপের শালা

মুখে  কেবল  সাঁটা মুখোশ  সামাল  দিতে  বিশ্ব-ঠ্যালা।

 

এই পৃথিবীর কোনো শিশুই  হেলা  ফেলার  বস্তুতো না

বিশ্ব মায়ের রত্ন পরম

অপাপবিদ্ধ  সোনারা  সব   উঁচু নিচুর  ভেদ  জানেনা

কি বা জাতি কি তার ধরম

এই  শিশুদের  রক্ত ঝরায়  যেসব  পশু  হিংস্র  দাঁতাল

ওদের মুখে ঘৃণার  থুথু  নিপাত  যাক সব গ্রন্থ-মাতাল।