লিখেছেন: যুক্তি পথিক

তখন কবিতা পাল্টে যাবে,
শিশুরা সকালে উঠেই প্রশ্ন করবে –
এত আলো কেন?
চাষীরা তখন নিরক্ষর নয় কিংবা
অশিক্ষিতের তকমাও থাকবে না শ্রমিকের ঘাড়ে;
বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছেলেটাও
উন্নত ফসলের সন্ধানে -মাঠেই কাটাবে রাত ;
প্রবাসী ভাইটা টাকা পাঠাবে :
মসজিদ নির্মাণে নয় –
এলাকার গ্রন্থাগারে কয়েকশ বই কিনতে ;
গার্লস স্কুলের একদল ছাত্রী –
আইনস্টাইনের ভুল খুজে পাবে ;
হকিং তত্ত্বের সংশোধনী প্রস্তাব আনবে,
বি. এল কলেজের ছেলেরা ।
ঠিক তখন কবিতা পাল্টে যাবে ।

তখন কবিতা পাল্টে যাবে ,
আরজ আলীর জন্মদিনে –
বই মেলা বসবে স্কুল চত্বরে,
নতুন লেখক লিখবে
অভিজিতের চিন্তার প্যাটার্নে ।

ফিরে আসবে –
সে দিনের বিদ্রোহী ব্লগার,
ফিরে আসবে –
নির্বাসিত তসলিমা, দাউদ হায়দার ,
ফিরে আসবে –
সংখ্যালঘু ;নিজের বাস্তুভিটায় ।
এসেই দেখবে –
চিরচেনা এই গনতন্ত্র নিচিহ্ন প্রায়,
শুধুই চলছে বয়ে বিজ্ঞান ; চেতনায় ।

ঠিক তখনই আমার কবিতা পাল্টে যাবে ।