লিখেছেন: রঞ্জন নন্দী

ও তে যদি ওড়না
তবে মেয়ে জেনে রাখ
পৃথিবীটা তোর না

তোর তরে রান্না
অপমান কান্না
রাতের আঁধার তোর
সূর্যের ভোর না

তোর তরে নতমুখ
ভয়ে দুরুদুরু বুক
জুবুথুবু দুর্বল
তোর তরে জোর না

তোর তরে আছে ওই
আজেবাজে বুড়ো বই
উচ্ছল হাসি খেলা
এইসব তোর না

তোকে তাই বলে যাই
বুড়োরা শেখাক যা-ই
নিজে নিজে শিখে নিস
ও তে নয় ওড়না

এইসব ছুঁড়ে ফেলে
ডানা মেলে ওড় না ।।