সব সয়ে যায়।
হয়ে যায়। একদিন;
সবকিছু ঠিকঠাক হয়ে যায়।

আজকাল ভাবি না;
বুঝে যাই। ঘড়িটায়,
চতুর্থ কাঁটা নেই,
দাগগুলো কাটা নেই,
তারপরও, চলে যায়।

খামোখাই, লোকে বলে?
সবকিছু ঠিকঠাক হয়ে যায়।

অনন্ত সময়েতে;
আছে নাকি সবটাই,
তারাধুলো; মিহিদানা,
হিসেবের শেষ নেই।

সময়টা গোলমেলে,
শুরুটাতে নেই সে,
তারপর, ধরে নিই;
ধরে টরে করে নিই,
বেশ দেখি চলে যায়,
গা-ণিতিক সমাধান;
বেশ দেখি মিলে যায়;
তেমনটা, বয়ে যায়।

ঠিকঠাক তাল মেপে,
খুব চেনা লয় রেখে,
কত কিছু টিকে রয়,
তারপরও কেউ কয়,
নিজে মরে বেঁচে থাকো,
কিছু করে টিকে থাকো,
জেনে শুনে, দিতে থাকো,
এইসব, ইত্যাদি, ওরা কয়।

দাও বলে নিতে থাকে,
রশিদটা সাদা থাকে,
বাকি থাকে, তবু চায়,
কবে নাকি বুঝে নেবে।

জীবনটা বয়ে যায়,
লোকে কথা কয়ে যায়,
কত কিযে হয়ে যায়,
তারপরও হেসে কেঁদে;
ঠিক ঠাক হয়ে যায়।

অনন্ত সময়েতে;
আছে নাকি সবটাই,
এইভাবে, অনিয়ম নিয়মে,
সবটাই ঠিকঠাক হয়ে যায়।