দু’দিন ধরে ঘুমাতে পারছি না।আমি ক্ষুদ্ধ এ কারণে যে- ক্ষমতালিপ্সু, দুর্নীতিপরায়ন, রাজনীতিবিদদের অপরাজনীতি, রুগ্ণ রাজনীতি, রাজনৈতিক অবিমৃষ্যকারীতা ও ক্ষমতার লোভে ধর্ম নিয়ে রাজনীতির কুফলে মুক্তিযুদ্ধের চেতনা আজ ভূলুণ্ঠিত!বিপন্ন! এক সাগর রক্তে কেনা আমাদের স্বাধীন স্বদেশ আজ জঙ্গীবাদের থাবায় ক্ষতবিক্ষত ।(আগ্রহী পাঠক এ বিষয়ে মুক্তমনায় প্রকাশিত আমার নিবন্ধ জঙ্গীবাদ মৌলবাদের হিংস্র রূপ পড়তে পারেন।)

আমি মর্মাহত, আমাদের তরুণ প্রজন্মের একাংশ আজ ধর্মান্ধ-ধর্মাম্মোদ হয়ে নির্বিচারে মানুষ খুন করার যজ্ঞে মেতে ওঠেছে-এক মধ্যযুগীয় সমাজ কায়েমের নেশায় বিভ্রান্ত হয়ে ।
আমি শোকাহত-অকারণে দেশী-বিদেশী অনেক মানুষ-মুক্তমনা বিজ্ঞানমনস্ক মানুষ আজ জঙ্গীবাদের যুপকাষ্ঠে বলি হয়েছে।

কোথায় আজ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণ প্রজন্ম? গণজাগরণ মঞ্চ? বুদ্ধিজীবি? সংস্কৃতি কর্মী?

আসুন, জাতীয় এ কালবেলায় দলীয় রাজনীতির উর্ধ্বে ওঠে, রাজনৈতিক নেতৃত্বের মোসাহেবী-তোষামোদী পরিহার করে, মৌলবাদী-সাম্প্রদায়িক ও জঙ্গীবাদের বিরুদ্ধে নতুন গণযুদ্ধ-সাংস্কৃতিক লড়াই শুরু করি-যার ভিত্তি হবে যুক্তিবাদ, মানবতাবাদ, বিজ্ঞানমনস্কতা-যার মূল শ্লোগান হবে ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মভিত্তিক রাষ্ট্র অসার ও অবাস্তব।

আমাদের একটি বিজ্ঞানমনস্ক সেক্যুলার ও গণতান্ত্রিক সমাজ গড়তে হবে।