কবি শামসুর রাহমানের বাসায় হামলা হয়েছিল, হামলা করেছিল মহান ধার্মিক বান্দারা। বিচার হয়নি । কেবল লেখক নন; বাংলা ব্যাকারণের শক্ত কাঠামো দাড় করিয়ে দেবার ক্ষমতাধারী অধ্যাপক লেখক হুমায়ুন আজাদকে কুপিয়ে আহত করে; অতঃপর হত্যাই করা হল । বিচার হয়নি, হবে না । লেখক চিন্তক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হল , বিচার হয়নি, হবে না । অনন্ত বিজয়কেও কুপিয়ে হত্যা করা হল, বিচার হয়নি , হবে না । তালিকা দীর্ঘ , তাই বিরতি ।
প্রায় প্রতিদিন হিন্দুদের অথবা পাহাড়ীদের বা আদিবাসীদের উচ্ছেদ, ধর্ষণ, খুন করা হচ্ছে । বিচার হয়নি, হবে না ।
তনু হিজাব পরিহিত মুসলিম কন্যা , কিন্তু বাবা গরীব , তাই নানা রকম টালবাহানা চলছে ।
রূপপুর পারমাণবিক চুল্লী দিয়ে, দেশকে চুলার উপর বসিয়ে রাখার আয়োজন সম্পন্ন, প্রতিবাদ্গুলো কানে তোলা হয়নি, হবে না
রামপাল এবং বাঁশখালীর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কারখানার ভয়াবহ পরিণতি নিয়ে , দেশের চিন্তক, লেখক এবং প্রতিবাদী কর্ম্মীগণ সোচ্চার; কিন্তু কাজ হয়নি, হবে না ।
দেশের প্রগতিশীল শক্তিগুলো তাঁদের সাধ্যমত আন্দোলন গড়ে তুলতে গিয়ে ডাক দিয়েছে, হরতালের । আগামী ২৫ শে এপ্রিল হরতাল ।
আমরা কি হেরে যাব ?
দেখা হবে ২৫ শে এপ্রিল ।
জোর আওয়াজ তুলুন বন্ধুরা – আমরা পরাজয় মানব না ……………।
নিয়মের বাইরে , কখনও কখনও অনিয়মই উঠে , ভবিষ্যতের নিয়ম । আসুন, আমরা নিয়মের বাইরে অবস্থান করে, যা অতীতের ন্যায় নয় ( সেই অন্যায়কে বরণ করে ধন্য হই ) তাকে বরণ করি, অন্যায় করি।