রুবিনা চৌধুরী

পেন্সিল ঘুরছে শার্পেনারে, সূচ্যগ্রের কামনায়
শির দিয়েছি চাপাতির তলে,
কালির দোয়াত ফেলে অজানা রাতে
কলম আঁচড়ে কাটে লেখকের কাগজ,
শাণিত ছুরি ফালা করে তার শরীর।

কিবোর্ডে সচল আঙুল, চঞ্চল প্রাণ ব্লগারের
কাটা নিথর দেহ হিমঘরে পুনরায় কাটে।
রাজন্যের খেলাঘরে এক্কাদোক্কায় ছকের বদল চলে।
নিবর্তনের প্লাবনে নিমজ্জিত বর্ণমালা,
আতঙ্কিত বদ্বীপ ভাসে শিশির ভয়ে।

তুমি কাঁদবে বলেই স্বাধীনতা,
আমরা প্রতিদিন নতুন ট্র্যাজেডি নাটক লিখি,
তুমি রক্তের বাটিতে পা ডুবিয়ে মনোলগ বলো,
আমরা শুনি, রক্ত চিহ্নের আঁকা পথে মঞ্চস্থ করি।।