লেখক অধিকারভিত্তিক আন্তজার্তিক সংস্থা পেন ইন্টারন্যাশনালের সুইডেন শাখা ‘সুইডিশ পেন’ তাদের ক্রোড়পত্র ‘দ্য ডিসিডেন্ট ব্লগ’ এর বিশেষ ‘বাংলাদেশ সংখ্যা’ প্রকাশ করেছে। এবারের সংখ্যার উপজীব্য বাংলাদেশ বর্তমান মানবাধিকার পরিস্থিতি ও মত-প্রকাশের স্বাধীনতার ক্রমসংকোচন। এই বছর বাংলাদেশী লেখক-ব্লগার ও প্রকাশকদের উপর নির্বিচার আক্রমণ-হত্যা এবং মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্র সংকুচিত হওয়ার ঘটনায় বিশ্বজনমত তৈরি ও বাংলাদেশী মুক্তমনার ব্লগারদের সাথে একাত্মতা প্রকাশের মাধ্যম হিসেবে মানবাধিকার ভিত্তিক আন্তজার্তিক সংগঠনগুলোর নিরন্তর প্রচেষ্টায় ডিসিডেন্ট ব্লগের ‘বাংলাদেশ সংখ্যা’ সর্বশেষ সংযোজন। সংখ্যাটিতে নিবন্ধ, কবিতা ও কার্টুনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুক্তমনা লেখক-ব্লগার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা নিজেদের বাস্তব অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের বর্তমান নাজুক মানবাধিকার পরিস্থিতিকে তুলে ধরেছেন, সমাধানের পথ বাতলে দিয়েছেন।

আগ্রহী পাঠকদের জন্য ডিসিডেন্ট ব্লগে স্থান পাওয়া লেখাগুলোর লিংক জুড়ে দেওয়া হলো-

Terror attacks against Bangladesh bloggers murder the future
Letter to my dear friend
The struggle for a progressive Bangladesh goes on – from Sweden
Infographic: Bangladesh
84 bloggers on the death list
Avijit’s killers
Extremist violence is trying to kill the finest part of our tradition
A feminist’s observations
The provoking cartoonist
Daring to know – the story of Mukto-Mona
When there’s no secular state, there’s only discrimination and oppression
The crisis in Bangladesh — and what can be done
Statement: Save free expression in Bangladesh