তিনি কখনো কোন রাস্তাঘাট পাহারা দেন না, রাস্তাঘাটে চাপাতি খুন, ত্যানার কি?
তিনি মুক্তমনা মানুষ ফানুস পাহারা দেন না, এ’রা মরলে বলেন ত্যানার কি?
তিনি কারো বেডরুম পাহারা দেন না, সেখানে কেউ জবাই হয়ে গেলে, ত্যানার কি?
তিনি কারো কার্য্যালয় কিন্তু পাহারা দেন না, সেখানে কারো গর্দান গেলে, ত্যানার কি?
তিনি তো পাহারা দেন না সারাদেশ, দেশে নাগরিক গনখুন, বলেন ত্যানার কি?
তিনি অন্তর্জাল পাহারা দেন না, কারে সাতান্ন ধারায় ধরল, মারল, ত্যানার কি?

তিনি কি সংস্কৃতির দারোয়ান? হোক বাংলাস্থান আরবীস্থান, আফগান, ত্যানার কি?
তিনি মহাবিদ্যান, শান্তির ধর্মের দেশে কে পাঠায় সৌদি বান্দি জানেন, ত্যানার কি?

তিনি দিনভর কেন কি যেন চিবোন, জানেনা, আঁতাতে আঁতাতে পোক্ত ক্ষমতা পান,
তিনি সবজান্তা গো, মহাজ্ঞানী, গদ্দীনশিন, ক্ষমতা এবং হেফাজতই শুধু চান,
তিনি তদন্ত বিনে পিরালীতে বলেন খুনির নাম, বলেন বিরোধী দলের কাম।

তিনি পীর কাদিয়ানী শিয়া হিন্দু পাহাড়ী কিংবা নাগরিক পাহারা কভু নাহি দ্যান,
তিনি সেই কুতকুত খেলা ছেড়েছুড়ে, মহানন্দে ঘুরেফিরে শুধু বেহাই বেহাই গান,
তিনি দুষ্টু দুষ্টু ছেলেপুলে পোষেন, কারা যেন দেশে শিশু মারে লাত মেরে, দু-উষ্টু,
তিনি ছেলেপুলেদের দুষ্টামি ও দ্যাখেন, মন্দির ভাস্কর্য ভাঙা সকল কেষ্টু বিষ্টু।

তিনি তো সরল, গির্জার দ্বাররক্ষী নাকি? পাদ্রী বিদেশী মরলে মরুক, ত্যানার কি?
তিনি কি এত সস্তা নাকি, চামচা কুলের আম্মু? মন্ত্রী ও দল পচা-ইলে, ত্যানার কি?
তিনি কি চাপাতির দোকান? জবাই টবাই এসব তথ্য তাহার কাজ? ত্যানার কি?
তিনি, কি যন্ত্রনা। কুমির বোকার কয়টি ছানা, তথ্য তাহার জানা, ধুরো, ত্যানার কি?