বাংলাদেশে মুক্তচিন্তকদের উপর ধারাবাহিক হামলার সর্বেশেষ শিকার হলেন জাগৃতি প্রকাশক ফয়সাল আরেফিন দীপ শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক ও মুক্তমনা ব্লগার রণদীপম বসু এবং কবি ও সচলায়তন ব্লগার তারেক রহিম। সন্ধ্যায় আজিজ সুপার মার্কেটে হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবুল কাশেম ফজলুল হকের পুত্র জাগৃতি প্রকাশনীর কর্ণধার দীপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর কয়েক ঘন্টা আগে রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বর কার্যালয়ে শনিবার বেলা আড়াইটার দিকে একই কায়দায় আক্রমণের স্বীকার হন টুটুল, রণদীপম ও তারেক রহিম। টুটুল ও তারেকের অবস্থা শংকাজনক। রণদীপম আশঙ্কামুক্ত। উল্লেখ্য যে, আহমেদুর রশীদ টুটুলের শুদ্ধস্বর অভিজিৎ রায়ের ‘অবিশ্বাসের দর্শন’ বইটি প্রথম প্রকাশক। এছাড়াও তার শুদ্ধস্বর প্রকাশনী থেকে অভিজিৎ রায়ের ‘ভালোবাসা কারে কয়’, ‘সমকামিতা’, ‘শূণ্য থেকে মহাবিশ্ব’ এবং অনন্ত বিজয় দাশের ‘সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লবঃলিসেঙ্কো অধ্যায়’,‘পার্থিব’ বইগুলো প্রকাশিত হয়েছে। রণদীপম বসুর ‘চার্বাকের খোঁজেঃভারতীয় দর্শন’ বইটিও শুদ্ধস্বর থেকে প্রকাশিত। ফয়সাল আরেফিন দীপের জাগৃতি ‘অবিশ্বাসের দর্শন’ বইটির বর্তমান প্রকাশক, এছাড়াও অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটিও জাগৃতি থেকে প্রকাশিত।