প্রথম পর্ব

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়া গেল না। কয়েক মাস অপেক্ষা করে আবার তথ্য কমিশনে জানালাম আমি কোন তথ্য পাইনি। বিষয়টা আমলে নিয়ে আবার নিষ্পত্তির উদ্দ্যেশে উভয়পক্ষকে ডাকলো। এবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব জানালেন, তার মন্ত্রনালয়ে কোন তথ্য নেই, যেসব মন্ত্রনালয়ে তাগাদা দিয়ে চিঠি দেয়া হয়েছে তারাও কোন সাড়া দেয়নি।
bip+bi.mh.mn-page-001
তথ্য কমিশনের এবার সুমতি হল। তারা এবার তথ্য সংশ্লিষ্ট পাঁচ মন্ত্রনালয়ের প্রতিনিধিকে ডাকলো। নির্ধারিত দিনে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিশাল এক জ্যামে আটকা পড়ে গেলাম। কিছুটা বিলম্বে শুনানীতে উপস্থিত হলাম।
মন্ত্রনালয়ের প্রতিনিধিবৃন্দ সবাই একে একে জানালেন , তাদের মন্ত্রনালয়ে এ সংক্রান্ত কোন তথ্য নেই। আমি শুনে অবাক হয়ে গেলাম, এ কোন দেশে আছি! জন্মযুদ্ধের ইতিহাস ও তার বীরযোদ্ধাদের তথ্য সরকারের কোন মন্ত্রনালয়ে নেই! কমিশন প্রতিনিধিদের মাঝে সিনিয়রজনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করে দিলেন। তথ্য কোথায় আছে তা খুঁজে বের করতে নির্দেশ দিলেন।

Sidantopotro123_2015-page-001

Sidantopotro123_2015-page-002

Sidantopotro123_2015-page-003

কমিটির কাজ কেমন হবে, তারা আদৌ আন্তরিক কিনা আমি জানি না।তাই
কমিশনকে সময় বাড়িয়ে দিতে, সেই সাথে তথ্য পাওয়া নিশ্চিত করার আবেদন জানালাম।

liberation war-page-001

সর্বশেষ আমার ভরসাস্থল আপনারা। বাংলাদেশ, ভারত সেই সাথে বহিবির্শ্বে বসবাসরত সকল নাগরিক ও দেশের মুক্তিযুদ্ধ গবেষকদের প্রতি বিনীত অনুরোধ, আপনাদের কাছে যদি কোন তথ্য থাকে তাহলে অনুগ্রহপুর্বক আমাকে জানান। অথবা তথ্য কোথায় কিভাবে পাওয়া যেতে পারে তাও জানাতে পারেন।