মানুষ পোড়ে, পোড়ে যে হাড়।
গদিও পোড়ে, গদির জন্য।
ভোগ এবং উপভোগ করে
ক্ষমতায় ছদ্মবেশী দল।
রক্তের উত্তাপে উত্তেজিত
ওরা লুটে, সবুজ ও লাল।

বর্জ্যখেকো হায়েনা দানব
লোভী টাকলা শকুনদের
আস্ফালনে হয় ন্যুজ, তৃপ্ত।

নির্ঝঞ্জাট নাগরিক যারা
মালিকানা করে নিবেদন
দানবেরে, ছেড়ে অধিকার।

যুদ্ধশিশুর চিৎকার শুনে
বীরাঙ্গনা কয়, হতাশায়,
“ওম দে রে আমায়, না’হয়
পোড়া মাটির দুটো ইঁট দে,
বর্জ্য মূল্য দেব উপহার।
চোখ মেলে দ্যাখ স্বাধীনতা
আমার এই শীর্ণ উদরে,
এখনো সঞ্চিত বিনিময়
আছে আমাতে, হে গদিখোর,
আছে বঞ্চনার যত বর্জ্য”।

“ভালো করে শোন কান পেতে,
সবুজ ও লালের গর্জন,
সমাগত বেদনার্ত বটে,
আহত গম্ভীর, পরিণত,
বিস্মরণের মূল্য মেটাবে
নাগরিক যারা, অবিরত”।