তিরিশ লক্ষ শহীদ, বাহুল্য নাকি বাস্তবতাঃ হঠাৎ করে হারিয়ে যাওয়া ঊনচল্লিশ লাখ মানুষ

প্রথম পর্ব |  দ্বিতীয় পর্ব আলোচনা শুরু করবো পরিসংখ্যানের একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে, এই পর্বে যেই শব্দটা’কে ঘুরে আসতে দেখবেন বারবার। কাঠখোট্টার শব্দটা হচ্ছে ‘Demography’, যার অর্থ “একটা জনগোষ্ঠীর অবস্থা নির্ণয়ের জন্য জন্ম, মৃত্যু, রোগব্যাধি ইত্যাদির পরিসংখ্যান এবং এতদ বিষয়ক বিদ্যা; জনসংখ্যা তত্ত্ব”। ভাবছেন মুক্তিযুদ্ধে শহীদের সাথে জনসংখ্যা তত্ত্বের সম্পর্ক কি। আছে, সেটাই বলবো … পড়তে থাকুন তিরিশ লক্ষ শহীদ, বাহুল্য নাকি বাস্তবতাঃ হঠাৎ করে হারিয়ে যাওয়া ঊনচল্লিশ লাখ মানুষ