তোমায় দেখলাম তারা দেখবার মত।
অনেক কাল আগে এখানটায় ছিলে,
অথচ দেখা পেলাম; এই মাত্র, অতর্কিতে।

বেসুরো এনট্রপি, অচেনা রোমাঞ্চ অনুভব।
অনিয়ম নিয়মের লয়, টুংটাং এবং নৈ:শব্দ।
মহাজাগতিক প্রতিফলনে, অপার্থিব শিহরণ।

তুমি দুষছো আমায়; আমিও তোমায়,
সেই দুঃখবিলাসী বিভ্রান্ত বেহিসেবীর মত।
অথচ, জানো; বেশ লাগছে; অসম্ভব অদ্ভুত।

ধুসর মনখাতা; ভালো লাগার স্বপ্নিল মধুক্ষণ,
কি রোমাঞ্চকর; খুব কাছে নাকি ছিলেম দু’জনা।
জানা হল। তবু হল, ফের তারা দেখবার মত।