অরোরা বোরিয়েলিসের বর্ণিল বিষন্নতা,
কেউ কি দেখেছ সেদিকটায় চেনা জগতের অবয়ব?
বিমূর্ত তুলির আচড়ে দেখেছ কি গোয়েন্দা দৃশ্যপট; অচেনা?

শাব্দিক কম্পনে দুর্বোধ্য এক আকর্ষণ,
ভেবেছ কি কখনো, কেমনে টোকা মারে খামোখা?
বয়সী গুহায় ঝুলন্ত স্ফটিক থেকে আসে স্বরমিশ্রণ; স্নায়ু শিহরণ?

কত অজানারে একা, শুধু ভাবনার তরে,
একবারো দূরে গিয়ে হারিয়েছ তুমি; শুধু আপনারে নিয়ে?
ছুঁড়ে দিয়ে হিসেবের খাতা, দূরে; দূষিত আলো-বৃত্তের ওপারে?

রোপিত ভাবনায় চেনা ভাবা জীবনেই
রফা করে গেলে, এক দিন প্রতিদিন যাহাদের লাগি;
হে বন্ধু, বেঁচে গেলে; না দিয়েই অর্থ ওহে; অর্থহীন জীবনেরে?

আলোধরাদের খুঁজে দেখেছ কি তোমরা?
আলোদ্বীপে শুনেছি তাদের বাস, নিতান্তই কয়েকটি।
আলো-ইটে গাঁথা বাতিঘরে; আগ্রহে তারা, তোমাদের প্রতীক্ষায়।