জ্বলে অনির্বাণ

দেউটির শিখাটিরে জ্বেলেছিলে তুমি- সব্যসাচী তুমি, ভোলেনি তা কেউ। প্রেমিকারা পেয়েছিল বিশ্বাসী হাত, ঘুটঘুটে আঁধারেও ভালোবাসা জ্বলে- জ্বেলেছিল তারা সেই কোমল আলো, অবিকল লাল সেই শিখাটির মত। শিখাটির পেলবতা ধুয়ে গেছে তবু, মুছে গেছে আগুনের নিদাঘ ঘায়ে। জোনাকিরা ধার করে নিয়ে গেছে প্রেম, জোসনাও ছুরি হাতে খুড়েছিল হৃদ। ব্যাথাটুকু পড়ে আছে শিখা মনোবীণে। আঁধারের গাঢ়তাকে [...]