আজকের সকালটা একটু অন্য রকম না?
কেমন ফুরফুরে, আর ঝরঝরে?

সকালটা তো কালও ছিল।
তবে ছিল এমন ঝলমল সুনীল?
বুকের ভিতর বিঁধে ছিল বাসা,
ক-ফ জমাট, ক-ফিন ঠাসা।

দীর্ঘদিন ধুলো-কাদার মধ্যে থাকলে
হয় নাকি আ্যজমা, তাড়া করে যক্ষ্মা!
শ্বাসগুলো সব বাঁধা পড়ে সরু নদীর চড়ে,
দেশটা ভরে ফুলে-ফেঁপে মস্ত ইনহেলারে

তবু পবিত্র আত্মারা যখন হেঁটে যান দৃপ্ত পদভারে,
থাকে না আবর্জনা-ধূলি, আর দুর্গন্ধ ছিটেফোঁটা ।
বেয়াল্লিশ চক্র ঘুরে যারা সাথে এনেছেন অবশেষে
সওগাত আকাশের, আর সুগন্ধি ফোঁটা ফোঁটা।

বাতাস পানের ধুম লাগে তাই, খুশির বানে ভাসে,
কাদা-ময়লা বিলুপ্ত এখন ‘ভি’ আকৃতির এক ফাঁসে…