(দেশের বর্তমান চালচিত্র নিয়া একটি হালাল কা-ইব্য)

খাচ্ছে চুমু হ্যার শাদ চামু তেতুল শফির গালে,
কি জানি হায় দেশকে আবার ফেলবে সে কোন চালে,
তেতুল ওয়ালা বেজায় খুশি হিজাব দ্যাখে স্বপ্প-নে,
হ্যার শাদ বুড়া ব্যস্ত বেজায় আটকুড়া বীজ ব্প্প-নে।

আরে মানুষ ক্ষ্যাপেন ক্যানে; শফির বিষম বিদ্যা,
পাক কোরানের আয়াত হেঁকে বলেন কথা সিদ্দা।
আড়াল করেন আয়াত হাদিস অন্য সকল মোল্লা,
শফি কেবল সোজা বলেন; রাজনীতি বে জেল্লা।

সারা দেশে কত্ত হিজাব, মেয়েরা কি ভদ্র;
ওদের কাছে বদ ব্যাটারা আদবে কি ক্ষুদ্র,
ক্যামন চোখে তাকায় খালি, মনে খারাপ ইচ্ছা,
এডুস খানি সুযোগ পেলেই করবে নানান কিচ্ছা।
তারচে ওরা ঢেকেই চলুক, দেখবে না কেউ দেহ,
কল্পনাতে যা হয় করুক, জানবে না তা কেহ।

ছেলেরা সব কাজে যাবে; ওরা রোজগারেই চাক্কা,
হিজাব হিসাব সোজা হিসাব, গুনবে খালি টাক্কা,
এদিক সেদিক করলে নারী, মারবে পুরুষ ওক্কে,
কোরান পাকের আয়াত কিন্তু চলে না কো বেঁক্কে।

তেতুল শফি কোরান অতি জানে কথা সত্য,
গালি তারে যতই পাড়েন কোরান মানুন নিত্য।
হেফাজতি লাগে যদি মানেন হ্যারশাদরে গুরু,
অর্থ বুইজ্জ্যা পড়েন কোরান, মানা করেন শুরু।

জনগনের থুত্থু খাইয়া এরশাদের হৈলো হুঁশ,
মৌলবাদের ঔষধ তিনি করলেন জোরে পুশ।
নারী স্বাধীন করার কথা কইসে ক্যাডা বল;
ইশলাম দ্যাশে এমুন কথা; কয় শুধু পা-গল।
দ্যাশের ন্যাতা হইলো বইল্ল্যা তেতুল শফির দল,
শরীয়তী আইন চালা; ওরে, হ্যারশাদ শফির পিছে চল।