চেনা ফুল তোমায় খুঁজে দিতে
কত বুনো ফুল হারাবে আমায়,
দুপুর মন আমার ভিজবে বলে
চেয়ে রয় আজো, দুর্বোধ্য অতৃপ্তিতে।

এই ভালো এই অধরার খেলা
বেয়ে চলা, কুলে নয় ভেড়া,
বাকি আমাতে এই ভালো লাগা,
স্বেচ্ছা বিলাসে, অস্পৃশ্য চলাচল।

মুখোমুখি হওয়া কোন ইউটোপিয়া ক্ষনে
দেখবে আমাকে তুমি অদ্ভুত চোখে,
অপ্রস্তুত হয়ে আমিও দেখবো তোমারে,
মরিচিকা ভেবে, হয়তোবা ভ্রান্তিবিলাসে।