কেহ কেহ মোরে প্রশ্ন করে,
ওহে, তুমি কি সাদা?
নাকি কালো?
নাকি তুমি বাদামী?
তাহাদেরে বলি আমি,
শোনো তোমরা,
তোমাদের মতন একই রক্ত-মাংসে
গড়া মানুষ আমি।
বলো, মানুষের মনুষ্যত্বের চেয়ে
তার বর্ণটাই কি বেশি নামী?
অন্তরের বর্ণের চেয়ে
বাহ্যিক বর্ণই কি বেশি দামী?

কেহ কেহ মোরে প্রশ্ন করে;
ওহে, তুমি মুসলিম? খ্রিস্টান? নাকি হিন্দু?
কী তোমার গ্রন্থ?
কোরান? বাইবেল? নাকি বেদ?
তাহাদেরে বলি আমি শোনো,
জাতহীন, ধর্মহীন আমি
আমি শুধুই মানুষ।
ওসকল বিভেদনীতিতে আমার
বিশ্বাস এবং আস্থা নেই একবিন্দু।
মনুষ্যত্ব থাকতে আমি
কেন যাবো তাহাদের দলে
যারা সৃষ্টি করে
মানুষে মানুষে অহেতুক বিভেদ?

কেহ কেহ মোরে প্রশ্ন করে;
ওহে, তুমি কি নর?
নাকি নারী?
নাকি তুমি ক্লীব?
তাহাদের বলি আমি;
শোনো তোমরা, নহি আমি নর,
নহি তো নারী
নহি তো আমি ক্লীব।
আমি এই পৃথিবীর
মানুষ নামের একটি জীব।