এ কি নেশা, রোমাঞ্চ, নস্টালজিয়া নাকি খামোখা?
এ কি শেকড়, নষ্টামি; না’কি বিপজ্জনক স্বপ্নবিলাস?
এ কি পৃথিবী; ভালোবাসা; নাকি শুধুই স্মৃতি?
এ কি ছলনা, প্রেম, নাকি কুয়াশায় কল্পনা?

শুন্যতা নাকি অতৃপ্তি; যাতে ঘর করে রই?
এ কোন অস্থিরতা, কোত্থেকে আসে গভীর গুমগুম?
একি বরফ গলা নদী, হিমশীতল জলের বিস্তার?
ধাবমান অস্থির স্রোতে বল্গাহীন, এ কোন আমি?

বিপুল জলরাশি, পিচ্ছিল পাথর, খসে পড়া আমি;
ছিঁড়ে যাওয়া রাশ, অথচ আপাত স্বচ্ছতায় আক্রান্ত,
নোনাজলের খোঁজে আমার অনুভব, কখন কি হয়,
ভেসে হারাবার আগেই সবটুকু না দেবার ভয়!