একটা মজার ব্যাপার হলো বাংলাদেশে প্রতিবার প্রফেশনাল জরীপকারী সংস্থাদের করা রাজনৈতিক অপিনিয়ন পোল প্রকাশ করার পরে চারিদিকে রব ওঠে এগুলো ভুয়া, মাত্র ৩০০০ লোক দিয়ে কেমন করে সঠিক মতামত আসে। এগুলো যে একপক্ষই করে এমন নয়, জরীপের ফল যার বিরুদ্ধেই যায়, যার অন্ধ বিশ্বাসে জরীপগুলি আঘাত হানে, সেই এই হুক্কা হুয়া রব তোলে। এই রব তোলায় কেবল রাজনৈতিক নেতারাই উচ্চকিত নয় (তারা অবশ্যই জনগনের সামনে মুখ রাখার জন্যে এরকম কথা বলবে স্বাভাবিকভাবেই) এমনকি উচ্চশিক্ষিত লোকজনও এই কথা তোলায় কম যায় না।

এট স্পষ্ট যে বাংলাদেশের শিক্ষায় স্ট্যাটিসটিকস এর উপরে অনেক কম গুরুত্ব দেয়া হয়। আমাদের সময়ে এইচ এস সি তে স্ট্যাটিসটিকস ঐচ্ছিক বিষয় ছিলো। ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিষয়গুলোতে কোনরকমে স্ট্যাটিসটিকস পড়ানো হলেও অন্যান্য বিষয়গুলোতে পড়ানো হয় কিনা ঠিক জানি না। ইউরোপ, আমেরিকায় কিন্তু বেসিক স্ট্যাটিসটিকস সকল বিষয়ে গ্র‍্যাজুয়েশনের জন্যে একটা আবশ্যক প্রিরিকুইজিট। ইতিহাস পড়ুন, সাহিত্য পড়ুন আর চিকিৎসাবিদ্যা পড়ুন, বেসিক স্ট্যাটিসটিকসে কোর্স নিতে হবেই।

বিশেয করে একজন আধুনিক মানুষ র‍্যান্ডম স্যাম্পলিং আর প্রবাবিলিটির উপরে ধারনা ছাড়া আধুনিক প্রফেশনাল জগতে চলাফেরা করতে পারে এই চিন্তাটাও করা মহাপাপ। বেসিক স্ট্যাটিসটিকস এর জ্ঞান এখনকার দিনে ইন্টারেস্ট আর পার্সেন্টেজ এর অংক জানার মতই অতি আবশ্যিক। আমাদের শিক্ষিতদের এই ধারনার অভাবের অন্যতম ফলাফল হলো যে রিস্ক সম্পর্কে অজ্ঞতা। বারবার শেয়ার মার্কেটে ধরা খাওয়া, বিভিন্ন রকম পিরামিড স্কীমের বাকপটু সেলসম্যানদের কথায় ভিজে যাওয়া, এসবই জীবনমুখী গনিত আর স্ট্যাটিসটিকস এর জ্ঞানের ফলাফল।

আমেরিকায় জনসংখ্যা ৩৩ কোটি আর সেখানে বিভিন্ন রকম জনমত জরীপ নিত্যদিনের ঘটনা। ২০১২ এর নির্বাচনকে বলা হয় যে এই নির্বাচনের প্রকৃত জয়ী হলো বৈজ্ঞানিক জরীপ আর গানিতিক পদ্ধতি। কারন সকল রকম আলাপ আলোচনা, বিশেষজ্ঞ মতামত, কমন সেন্স এসবকে বাতিলের খাতায় ফেলে দিয়ে শেষ পর্যন্ত বৈজ্ঞানিক জরীপ আর গানিতিক পদ্ধতিই ইলেকশনকে একবারে প্রায় নিখুতভাবে প্রেডিক্ট করতে পেরেছে।

নীচের লিংকটিতে ২০১২ এর নির্বাচনে বিভিন্ন রকমের জরীপ ও তার ফলাফল দেয়া আছে। সেই সাথে দেয়া আছে তাদের স্যাম্পল সাইজ। একটু চোখ বুলালেই দেখা যায় যে প্রায় ৯০% জরীপের স্যাম্পল সাইজ ৮০০ থেকে ২০০০ এর মধ্যে (৩৩ কোটি মানুষের দেশে)।
সবচেয়ে জনপ্রিয় সাইজ হলো ১০০০-১২০০।

http://en.wikipedia.org/wiki/Nationwide_opinion_polling_for_the_United_States_presidential_election,_2012

দিনে দিনে বিভিন্ন রকম জরীপের ব্যবহার আরো বারবে, আমেরিকায় তো বটেই এমনকি বাংলাদেশেও। এটা স্বাভাবিক, কারন খামোকা লক্ষ কোটি টাকা খরচ করে অপদার্থ বিশেষজ্ঞ পোষার চাইতে জরীপ এর স্ন্যাপশট ব্যবসায়ী, রাজনীতি, সামাজিক প্রতিষ্ঠান সবাইকে এনে দিচ্ছে অনেক এক্যুরেট এবং প্রয়োজনীয় তথ্য। সুতরাং সবাইকে বলবো, সময় থাকতেই র‍্যান্ডম স্যাম্পলিং আর অপিনিয়ন পোলিং এর Robustness এবং Validity’র খুটিনাটি জেনে নিয়ে সামনের দিনে নিজেকে বারবার লজ্জিত হওয়া থেকে রক্ষিত হোন।